হযরত আলী (আ.) ও সালমান ফারসীর একটি ঘটনা!
একদিন হজরত রাসূল (সা.), হযরত আলী (আ.), হযরত সালমান ফারসী (রা.) খেজুর বাগান দিয়ে যাচ্ছিলেন। হযরত আলী (আ.) রসিকতা করে ছোট পাথর দিয়ে হযরত সালমান ফারসী (রা.)-এর গায়ে ঢিল মেরে ছিলেন। এমন সময় হযরত সালমান ফারসী (রা.) হযরত আলী (আ.)-এর দিকে ফিরে বললেন, আলী! আমি তোমার চেয়ে বয়সে অনেক বড়, আমার সঙ্গে রসিকতা করতে তোমার লজ্জা করে না? হঠাৎ একথা তে হযরত আলী (আ.) লজ্জায় অপ্রস্তুত হয়ে পড়লেন এবং তাতে তাঁর মধ্যে এক হালের সৃষ্টি হল।
তখন হযরত আলী (আ.) হযরত সালমান ফারসী (রা.) কে বললেন, হে সালমান! আজ হতে অনেক বছর পূর্বে এক গহীন জঙ্গলে তুমি বাঘের কবলে পড়েছিলে এবং একজন লোক হঠাৎ করে এসে বাঘটিকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়ে তোমাকে বাঘের কবল থেকে উদ্ধার করেছিল তা কি তোমার মনে আছে? হযরত সালমান ফারসী (রা.) বললেন, হ্যাঁ স্পষ্ট মনে আছে। তখন হযরত আলী (আ.) বললেন, আমিই ছিলাম সেই ব্যক্তি। তখন হযরত সালমান ফারসী (রা.) বললেন- আলী! তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারিনি।
সূত্র— বেহুঁশের চৈতন্য দান, পৃষ্ঠা ২৬৫
—কাজী বেনজির হক চিশতী নিজামী।