মাওলানা রুমি ও শামস তাব্রিজের একটি ঘটনা

মাওলানা রুমি ও শামস তাব্রিজের একটি ঘটনা

মাওলানা রুমি শামস তাব্রিজের খেদমতে উপস্থিত হন নাই বরং শামস তাব্রিজ রুমির খেদমতে হাজির হয়েছিলেন। মাওলানা রুমি স্বীয় বাড়িতে উপস্থিত, চারপাশে বহু ছাত্রদের ভীড়, আশপাশে রাশি রাশি কিতাব স্তুপাকারে সাজানো। শামস তাব্রিজ সেখানে উপস্থিত হইয়া ছাত্রদের সাথে মিশিয়া গেলো। কিছুক্ষন চুপ থাকার পর কিতাবরাশির প্রতি নজর দিয়া বলিলেন “ইহা কি জিনিস?”

মাওলানা রুমি বলিলেন “ইহা এমন জিনিস, যাহা তুমি বুঝ না”। এ কথা বলার সাথে সাথে কিতাবগুলিতে আগুন দাউ দাউ করে জ্বলিয়া উঠে। এতদ্দর্শনে মাওলানা রুমি হতবাক হইয়া জিজ্ঞাসা করিলেন “ইহা কি ব্যপার? “শামস উত্তর দিলেন” ইহা ঐ ব্যপার, যাহা তুমি জানো না”।

সূত্র- মসনবী শরীফ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel