লাইলির প্রতি মজনুর পাগলামী
লাইলির প্রতি মজনুর এমন পাগলামী দেখে, এক বাদশাহ লাইলিকে বলল:- হে লাইলী, তুমি তো মাত্র সাধারণ একটি নারী। তোমার মাঝে তো অন্য কোন বিশেষ্যত্ব দেখি না! তবে, কেনো মজনু তোমাকে দেখে এতো পাগল হইলো?
তার প্রতিত্তরে:- লাইলি ঐ বাদশাহকে বললেন, হুজুর আপনি তো আমার সেই পাগল মজনু নন, তবে আপনি কি করে জানবেন যে আমার কী বিশেষত্ব? আপনার চাহনি তো আমার মজনুর মতো নয় তবে আপনি কি করে বুঝবেন, আমি আরোও অন্য সকল নারী হতে আলাদা বৈশিষ্ট্যের কী না?
তো বন্ধুগণ, আপনারা তো মজনু নন- আপনারা কি করে মুর্শিদের রূপ দর্শন করবেন?
– সৈয়দ মামুন চিশতী