হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) বাগে ফেদাক: মা ফাতেমা (আঃ) এঁর ঐতিহাসিক পৈত্রিক সম্পত্তি।

বাগে ফেদাক: মা ফাতেমা (আঃ) এঁর ঐতিহাসিক পৈত্রিক সম্পত্তি।

বাগে ফেদাক: মা ফাতেমা (আঃ) এঁর ঐতিহাসিক পৈত্রিক সম্পত্তি।

উম্মুল মুমেনীন হযরত আয়েশা বলেন, “হে ফাতেমা! তুমি কি এতে খুশী নও যে, তুমি জান্নাতে সকল নারীকুলের সম্রাজ্ঞী ও মুমিন মহিলাদের সর্দার।”

সূত্র- মেশকাত শরীফ, হাদিস নং-৫৮৭৮; সহীহ বুখারী, হাদিস নং-৩৩৫৭।
মহানবীর (সাঃ) ইন্তেকালের পর নবীকন্যা ফাতেমার (আঃ) বৈধ পৈত্রিক সম্পত্তি বাগে ফাদাক অবৈধ ভাবে বাজেয়াপ্ত করেন প্রথম খলীফা হযরত আবু বকর। নবীকন্যা ফাতেমা (আঃ) প্রথম খলীফার নিকট তাঁর বৈধ পৈত্রিক সম্পত্তি ফেরৎ চাইলে হযরত আবু বকর ফেরৎ দেন নাই।

এ ঘটনায় জান্নাতের সম্রাজ্ঞী মা জননী ফাতেমা (আঃ) প্রচন্ড অসন্তষ্ট হয়ে ইন্তেকালের পূর্ব পর্যন্ত তৎকালীন খলীফাদ্বয় বিশেষ করে হযরত আবু বকর ও হযরত ওমরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। নবীকন্যা ফাতেমা (আঃ) কেয়ামতের ময়দানে ঐ দুইজনের বিরুদ্বে রাসুলের (সাঃ) নিকট নালিশ করবেন-এইমর্মে তাদেরকে বলে গেছেন।

এমনকি ওসিয়ত মোতাবেক হযরত আবু বকর ও হযরত ওমর মা জননী ফাতেমা (আঃ) এর জানাজা ও দাফনে অংশগ্রহনের অনুমতি পান নি।

গ্রন্থসূ্ত্রঃ

খাতুনে জান্নাত ফাতেমা যাহরা, পৃ- ১১২, ১১৯ (রহমানিয়া লাইব্রেরী) / হযরত ফাতেমা যাহরা, পৃ- ৬১, ৬২, ৬৭, ৬৮ (তাজ লাইব্রেরী) / হযরত ফাতেমা যাহরা, পৃ- ১৮০, ১৮৯, ১৯০ (হামিদিয়া লাইব্রেরী) / নাহজ আল বালাঘা, পৃ- ৩৬৪ – ৩৭৫ (জেহাদুল ইসলাম) / সহীহ আল বুখারী, খন্ড – ৬, হাদিস নং – ৬২৫৮ (আধুনিক প্রকাশনী) / সহীহ আল বুখারী, খন্ড – ৩, হাদিস নং – ২৮৬০, ৩৪৩৬, ৩৪৩৭, ৩৪৩৮ (আধুনিক প্রকাশনী) / হিলিয়াত আল আউলিয়া, খন্ড – ২, পৃ- ৪৩ (মিশর) / আস সুনান আল কুবরা, খন্ড – ৩, পৃ- ৩৯, খন্ড – ৪, পৃ- ৩৩৪ (হায়দারাবাদ, ভারত) / আনসার আল আশরাফ (বালাজুরি), খন্ড – ১, পৃ- ৪০৫ (মিশর) / আল ইসতিয়াব, খন্ড – ৪, পৃ- ১৮৯৭ (মিশর) / উসুদ আল ঘাবা (ইবনে আসির), খন্ড – ৫, পৃ- ৫২৪ (মিশর) / সহীহ আল বুখারী, খন্ড – ৫, পৃ- ১৭৭, খন্ড – ৮, পৃ- ১৮৫ (মিশর) / সহীহ আল মুসলিম, খন্ড – ৫, পৃ- ১৫৩ / সুনান আল কুবরা, খন্ড – ৪, পৃ- ২৯, খন্ড – ৬, পৃ- ৩০০ (হায়াদারাবাদ, ভারত) / আল তাবাকাত ইবনে সাদ, খন্ড – ২, পৃ- ৮৬ (লেডেন) / মুসনাদে হাম্বল, খন্ড – ১, পৃ- ৯ (মিশর) / তারিখে তাবারী, খন্ড – ১, পৃ- ১৮২৫ (লেডেন) / আল বিদায়া ওয়ান নিহায়া, খন্ড – ৫, পৃ- ২৮৫ (মিশর) / শারহ নাহাজ আল বালাঘা, (ইবনে হাদীদ), খন্ড – ৬, পৃ- ৪৬ (মিশর) / ওয়াফা আল ওয়াফা, খন্ড – ৩, পৃ- ৯৯৫ (মিশর) / আশ শাফি, খন্ড ৪, পৃষ্ঠা – ১১৫ / মারেফাতে ইমামত ও বেলায়েত, পৃ- ১৩৪ / সহীহ বুখারী, হাদিস নং – ৩৯১৬।

-নীলকমল চিশতী