মাওলা আলীর শান-মান: পর্ব-৩২

মাওলা আলীর শান-মান: পর্ব-৩২

দয়াল রাসূল পাক (সা.) বলেছেনঃ
عَلِيٌّ وَ شِيعَتُهُ هُمُ الْفَائِزُونَ يَوْمَ الْقِيَامَةِ.

“আলী এবং তাঁর অনুসারীরা নিঃসন্দেহে কেয়ামতের দিন বিজয়ী।”
(আল ফেরদৌস ৩:৬১/৪১৭২,ওয়াসীলাতুল মুতাআব্বেদীন খ:৫,আল কিসম ২:১৭০)।

যারা মাওলা আলীকে ভালোবেসে জীবন উৎসর্গ করছে এবং মাওলা আলীর দাসত্ব স্বীকার করে আজীবন ঐ কদমে পড়ে থাকে, তাঁরাই মাওলা আলীর প্রকৃত অনুসারী। দয়াল রাসূল (সাঃ) ওয়াদা করছেন, মাওলা আলীর অনুসারীরা নিঃসন্দেহে ইহকাল এবং পরকালে বিজয়ী। তাই তো মাওলা আলীর অনুসারীদেরকে যুগে যুগে শয়তানের অপশক্তিরা অত্যাচার এবং নির্যাতন করছে। মাওলা আলীর অনুসারী হওয়া ব্যতীত কখনো মুক্তি সম্ভব নয়। মুক্তির পথ তো একটিই খোলা, তা একমাত্র মাওলা আলীর পথ।

যে পথ কাটা দিয়ে ঘেরা কিন্তু ফল অনেক মিষ্টি। মাওলা আলী ব্যতীত ভিন্ন পথই হলো ভ্রান্ত বিপদগামীদের পথ। সেই পথটি দেখতে হুবহু মাকাল ফলের মতো, উপরে দেখতে সুন্দর কিন্তু ভিতরে কুৎসিত কালো। মাওলা আলীর পথ মানেই আল্লাহ এবং দয়াল রাসূল (সাঃ) এর পথ।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel