হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) মুহাম্মদ (সা:) এর আগমন বার্তা-বিভিন্ন ধর্মের মহাগ্রন্থে (পর্ব-২)

মুহাম্মদ (সা:) এর আগমন বার্তা-বিভিন্ন ধর্মের মহাগ্রন্থে (পর্ব-২)

মুহাম্মদ সা: এর আগমন বার্তা-বিভিন্ন ধর্মের মহাগ্রন্থে

দ্বিতীয় পর্বঃ

পৃথিবীর একটি প্রসিদ্ধ ও প্রাচীনতম ধর্ম বৌদ্ধ ধর্ম। এর প্রবর্তক ছিলেন মহামানব সিদ্ধার্থ গৌতম বুদ্ধ। নেপালের তরাই অঞ্চলে নৌতনদা ষ্টেশান থেকে প্রায় ১২ কিঃমিঃ পশ্চিমে (বর্তমান রুম্মিনদেই), কপিলাবস্তু থেকে কিছুটা দূরে লুম্বিনী উদ্যানে ৫৬৩ খৃষ্টপূর্বে জন্ম গ্রহন করেন গৌতম বুদ্ধ। তাঁর পিতা ছিলেন শাক্যরাজ শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়া দেবী।

সুদীর্ঘ ৬ বছর তিনি নিরান্জনা নদীর তীরে বুদ্ধগয়ায় বোধি বৃক্ষের নীচে কঠোর যোগ তপস্যা, গভীর ধ্যান, চিন্তা ও অকল্পনীয় সংযম সাধনার মাধ্যমে পরম সত্যের সন্ধান লাভ করে তিনি হন বুদ্ধ বা আলোকপ্রাপ্ত।

বৌদ্ধ ধর্মে নবী ও রাসুলগণকে বলা হয় বুদ্ধ।
আর বুদ্ধ শব্দের অর্থ হলো- বুদ্ধি দ্বারা যুক্ত।

বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম “ত্রিপিটক”। ৩টি পিটক বা শাখার সমন্বয়ে গঠিত বলে একে বলা হয় ত্রিপিটক।

পিটক ৩টি হলোঃ (১) সুত্র, (২) বিনয় এবং (৩) অভিধর্ম।

গৌতম বুদ্ধ তাঁর প্রধান শিষ্য আনন্দকে সর্বশেষ বুদ্ধ বা অন্তিম বুদ্ধ বা সর্বশেষ নবী বা রাসুল সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা সিংহল থেকে প্রকাশিত (Ceylon sources) সুত্রে উল্লেখ করা হয়েছেঃ

তা’ হলো-

“Anand said, to the Blessed one, who shall teach us when thou art gone? an the Blessed one replied, “I am not the first Buddhu who came upon the earth, not shall I be the last, in due time another Buddhu will arise in the world. A holy one, a supremely enlightened one, endowed with wisdom in conduct. Auspicious, knowing the universe and incomparable leader of men. A master to angels and mortals. He will reveal to you the same eternal truths which I have taught you. He will preach his glorious at the goal. He will proclaim a religious life, wholly perfect and pure, such as I now proclaim. His disciples will number many thousand. While mine number many hundred.”

উপরোল্লিখিত মোতাবেক অর্থ হলো-

“আনন্দ বুদ্ধর কাছে জানতে চাইলেন, আপনার তিরোধানের পর কে আমাদিগকে শিক্ষা দিবেন? বুদ্ধ বলিলেন- আনন্দ, এই পৃথিবীতে আমিই প্রথম বুদ্ধ নই এবং শেষ বুদ্ধও নই। মহা সত্য এবং পরপোকার শিক্ষা দান করিবার জন্য সময় মতো একজন মহাবুদ্ধ আবির্ভুত হইবেন। তিনি হইবেন পূতঃপবিত্র, চূড়ান্ত আলোকপ্রাপ্ত, সুগভীর জ্ঞান সম্পন্ন, মানবজাতির জন্য অতুলনীয় এক অবিসংবাদিত নেতা এবং দৃশ্যমান ও অদৃশ্যমান বা দৈবদূত মন্ডলী ও নশ্বর জগতের এক পরম গুরু। তাঁহার হৃদয় হইবে পরিশুদ্ধ। তিনি তোমাদিগের নিকটে একই শাশ্বত সত্যরূপ বাণী প্রকাশ করিবেন যা আমি তোমাদিগের নিকট করিয়াছি। তিনি তাঁহার যে ধর্ম প্রচার করিবেন তাহার মূল হইবে দ্যুতিময়, চরম পরিণতিতে আলোকময় এবং লক্ষ্যের দিক দিয়া যাহা মহিমান্বিত। তিনি এক পরিপূর্ণ ধর্মীয় জীবন ব্যবস্থার প্রচার করিবেন যাহা হইবে সামগ্রীক ভাবে খাঁটি ও নির্ভূল। তোমাদিগের নিকটে আমি যাহা ঘোষণা করিয়াছি, তাঁহার অনুসারীর সংখ্যা হইবে সহস্রগুন। যেখানে আমার অনুসারীর সংখ্যা হইবে তাঁহার চাইতেও অনেকগুন স্বল্প।”

বি: দ্র:
প্রিয় পাঠক, এই ধারাবাহিক রচনায় সুস্পষ্ট ভাবেই প্রতিয়মান ও প্রমাণিত হয় যে, উল্লেখিত ধর্ম সমূহ চির সত্য ধর্ম এবং ধর্ম গ্রন্থ সমূহও চির সত্য মহা পবিত্র ধর্ম গ্রন্থ। হাজার হাজার বছর পূর্বেই ঐ সকল পবিত্র গ্রন্থ সমূহে সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহা মানব নবীজি হযরত মুহাম্মদ সাঃ এর শুভাগমন বার্তা সন্নিবেশিত থাকায় উল্লেখিত ধর্ম এবং ধর্ম গ্রন্থ সমূহ আরও বেশি পরিপুষ্ট ও সমৃদ্ধশালী হিসেবে স্থান লাভ করেছে।

পর্ব চলমান…

পরবর্তী ৩ নং পর্ব জেনে রাখার অনুরোধ রইল।

নিবেদক: Fakhrul Chondropuri

» সবগুলো পর্ব পড়ুন