হোমপেজ কারবালা ও ইমাম হোসাইন হুসাইনের প্রতি ভালোবাসা দেখে রাসুল (সা:) ছেলেটিকে চুমু খেলেন

হুসাইনের প্রতি ভালোবাসা দেখে রাসুল (সা:) ছেলেটিকে চুমু খেলেন

হুসাইনের প্রতি ভালোবাসা দেখে রাসুল (সা:) ছেলেটিকে চুমু খেলেন

একদিন নবী করিম (সাঃ) মদিনার এক গলি দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় কয়েকটি ছেলে খেলা করছিলো। মহানবী (সাঃ) তন্মধ্যে একটি ছেলেকে কোলে তুলে নিলেন এবং তার কপালে চুমু দিলেন। একজন সাহাবী আরজ করলো- হে রাসূল (সা.) এ ছেলের প্রতি আপনার এতো স্নেহ প্রদর্শনের কারণ কি? নবীজি তখন বললেন, এ ছেলেটিকে আমি একদিন হুসেইনের সাথে খেলা করার সময় দেখেছি। সে হুসেইনের পায়ের ধূলি আপন মাথায় মাখাচ্ছে। তখন থেকেই আমি এ ছেলেটিকে ভালোবাসি। কিয়ামতের দিন আমি তাঁর পিতামাতাসহ তাঁর জন্য সুপারিশ করবো। কারবালায় হযরত হুসেইন (আঃ)’র সাথে এ ছেলেটিও শহীদ হয়েছিলো।

তথ্যসূত্রঃ “নেয়ামতে খোদা আহলে বাইয়েত মোস্তফা।”