কবিতা: কারবালা
লিখেছেনঃ মানিক শিমুল
হুহু কান্নার শব্দ,
আকাশে ঘনমেঘের নিস্তব্ধতা।
জমে আছে বিষাদ বিষ,
কাঁদে নীরবে, খোদার ফেরেস্তা।
জগৎ জননী,
চেয়ে আছে, আনমনে চাহুনি।
হুসাইন হুসাইন,
চৌদিকে হায় কান্নার ধ্বনি।
নিরবে আত্মাহুতি,
জ্বলছে প্রদীপ’ নিভৃতে একলা।
হায় হুসাইন হায় হুসাইন,
প্রাণ বিসর্জনে দিলো মুক্তি পেয়ালা।
আরশ কেঁপে ওঠে,
এজিদ টলেনা প্রাণে।
কান্নার-ধ্বনি সৃষ্টির রন্ধ্রে রন্ধ্রে,
শোনে না সীমারের কানে।
যেনো-
আঁধারের দূত,
কেরেছে পাষাণের আলো।
হুসাইন-
মাওলা মাওলা, কারবালার চিৎকার
কাঁদে মা, জগৎ জননী আমার।
কাঁদে নীরবে,
বিধির টলমলা আঁখি –
আলী মেরা মাওলা,
হুসাইন জিন্দেগী।
চিৎকার নহে হে,
অশ্রু জলে ডুবে বুঝি আজি ধরিত্রী।
ফাতেমা কাঁদে মা-
হায় হুসাইন হায় হুসাইন কাঁদে সমগ্র সৃষ্টি।