মাওলা আলীর শান-মান: পর্ব-৩৮
দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ
عَلِيٌّ سَيِّدُ الْمُسْلِمِينَ، وَ إِمَامُ الْمُتَّقِينَ، وَ قَائِدُ الْغُرِّ الْمُحَجَّلِينَ.
“আলী মুসলমানদের সরদার, পরহেযগারদের নেতা এবং সফলকামদের পথ প্রদর্শক।”
(আল মুস্তাদরাক-হাকেম ৩:১৩৮, আল মানাকিব-ইবনুল মাগাযেলী ১০৪/১৪৬)।
গাদীরে এ খুমে দয়াল রাসূল (সাঃ) সোয়া লক্ষ সাহাবীদের সামনে মাওলা আলীকে মুসলমানদের নেতা, পরহেজগারদের নেতা, মুমিনদের নেতা এবং সকল সাহাবীদের নেতা নির্বাচন করে যান। আর সকল সফলকাম আলোর দিশারীরা মাওলা আলীর মাধ্যমে পথ খুঁজে পায়। মাওলা আলী হলেন মানবজাতির হেদায়েতের কান্ডারী। মাওলা আলী বীনে আলোর পথ খুঁজে পাওয়ার বিকল্প কোন পথ খোলা নেই। মাওলা আলীর পথ ব্যতীত সকল পথই ঘোর অন্ধকারে নিমজ্জিত।
মাওলা আলীকে আঁকড়ে ধরা ব্যতীত কেয়ামত পর্যন্ত সাধনা করলেও, আলোর পথ খুঁজে পাওয়া যাবে না বরং শয়তানের ধোঁকায় অন্ধকারে নিমজ্জিত হতে হবে। মাওলা আলীকে ভালোবেসেই ঈমানদার, মুত্তাকীন, মুসলামান, মুমিন এবং অলী আল্লাহ হতে হয়। সাহাবীরা মাওলা আলীর মাধ্যমেই পথ খুঁজে পেয়েছিলো। মাওলা আলীই হলেন স্বয়ং প্রেম। সেই প্রেমকে আঁকড়ে ধরার নামই একমাত্র মুক্তির পথ।
নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।