সত্য ইসলাম কারবালার প্রান্তরেই বিলুপ্ত হয়েছে বলা হয় কেনো?

ইমাম হোসাইন (রাঃ) শাহাদাতের মধ্যদিয়েই সত্য ইসলাম বিলুপ্ত হয়েছে।

হযরত রাসূল (সঃ) হেরাগুহায় সাধনার মাধ্যমে মহান আল্লাহর সাথে যোগাযোগ করে যে জীবন বিধান প্রচলন করেছিলেন উহাকে “সত্য ইসলাম” বা “হোসাইনী ইসলাম” বলে।

হযরত রাসূল (সঃ) এর জীবদ্দশায় চক্রান্তকারীরা অসংখ্যবার তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। কিন্তু মহান আল্লাহর দয়ায় চক্রান্তকারীরা সফল হয়নি।

হযরত রাসূল (সঃ) এর ওফাতের পর চক্রান্তকারীরা পুনরায় সংগঠিত হয়ে সাহাবায়েকেরাম ও নবী পরিবারের ওপর বার বার আক্রমন করেছে।

তারা হযরত আবু বকর (রা) এর সাথে যাকাত নিয়ে ফেতনা করেছিলো, হযরত উমর (রাঃ) কে হত্যা করেছে, হযরত ওসমান (রাঃ) কে হত্যা করেছে, হযরত আলী (রাঃ) কে হত্যা করেছে, হযরত হাসান (রাঃ) কে বিষ  প্রয়োগে হত্যা করেছে।

এরই ধারাবাহিকতা সর্বশেষ কারবালায় নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রাঃ) সহ নবী পরিবারের ৭২ জন সংঙ্গী সাথীকে হত্যার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সত্য ইসলাম সমূলে ধ্বংস করে এজিদী আইন তথা এজিদী ইসলাম চালু করা হয়।

আর এ কারণেই বলা হয়, ইমাম হোসাইন (রাঃ) শাহাদাতের মধ্যদিয়েই সত্য ইসলাম বিলুপ্ত হয়েছে।

এই সম্পর্কিত আরো পড়ুন:

→কারবালার ময়দানের ৭২ জন শহীদের নাম মুবারক

→কারবালার প্রান্তরের সেই করুন ইতিহাস

→ইমাম হোসাইন (আঃ) ও লানিত ইয়াজিদের কারবালার করুন ইতিহাস

→আব্দুল ওহাব নজদী (ওহাবী)’র ইতিহাস ও পরিচয়

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel