মাওলা আলীর শান-মান: পর্ব-৩৭
দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ
عَلِيٌّ مِنِّي وَ أَنَامِنْ عَلِيٍّ، وَلَا يُؤَدِّي عَنِّي إِلَّا أَنَا أَوْ عَلِيٌّ.
“আলী আমা থেকে আর আমি আলী থেকে,আমি আর আলী ব্যতীত কেউই আমার (রেসালাতের) অধিকার পূরণ করেনি।”
(মাসাবিহুস সুন্নাহ ৪:১৭২/৪৭৬৮,সুনানে তিরমিযী ৫:৬৩৬/৩৭১৯,মুসনাদে আহমাদ ৪:১৬৪)।
আহ কি চমৎকার বাণী মোবারক! শুনলেই হৃদয় জুড়িয়ে যায়। মাওলা আলীর আগমন ঘটেছে দয়াল রাসূল (সাঃ) এর কাছ থেকে এবং দয়াল রাসূল (সাঃ) এর আগমন ঘটেছে মাওলা আলীর কাছ থেকে। দেহ দুটি হলেও একই স্বত্ত্বায় বিরাজমান। তাঁরা দু’জন এক এবং অভিন্ন স্বত্ত্বা। তাঁদেরকে আলাদা করে দেখার বিন্দুমাত্র সুযোগ নেই। আলাদা ভাবলেই ঈমান চলে যাবে। মুমিন কখনো তাঁদেরকে আলাদা মনে করে না বরং একই স্বত্ত্বা দুটি দেহ মনে করে।
আর যারা এখনো হেদায়েতের আলো খুঁজে পায়নি, তারাই আলাদা অর্থাৎ প্রার্থক্য সৃষ্টি করে। দয়াল রাসূল (সাঃ) এবং মাওলা আলী দুজনে মিলে রেসালাতের পরিপূর্ণতা দান করছেন। একমাত্র মাওলা আলীই রেসালাতের অংশীদার। মাওলা আলীর মাধ্যমেই রেসালাতের পূর্ণতা পেয়েছে।
নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।