হোমপেজ মাওলা আলী (আঃ) প্রসঙ্গ মাওলা আলীর শান-মান: পর্ব-২৬

মাওলা আলীর শান-মান: পর্ব-২৬

মাওলা আলীর শান-মান: পর্ব-২৬

রাসূলুল্লাহ (সা.) বলেছেনঃ
عَلِيٌّ خَازِنُ عِلْمِي.

“আলী আমার জ্ঞানের ভাণ্ডার।”
(শারহে নাহজুল বালাগা– ইবনে আবিল হাদীদ ৯:১৬৫)।

দয়াল রাসূল (সাঃ) বলেন, শরিয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা এবং মারেফাত আমার নিগূঢ় রহস্য। মাওলা আলী হলেন দয়াল রাসূল (সাঃ) এর একমাত্র নিগূঢ় রহস্যের ভান্ডার। মূলত মাওলা আলী হলেন দয়াল রাসূল (সাঃ) জ্ঞান, গুণ এবং চরিত্রে চরিত্রবান। বলতে পারেন হুবহু কার্বণ কপি। এই জন্যই তরিকতের ভাষায় মাওলা আলীকে মারফতের খনি বলা হয়।

আর মাওলা আলীর জ্ঞানের দরজা দিয়েই সমস্ত নবী-রাসূল, সাহাবী, অলী আল্লাহ এবং মুমিন মুসলমানগণ দয়াল রাসূল (সাঃ) এর মারেফাত হাসিল করছেন। মাওলা আলীর দরজা ব্যতীত মারেফাত হাসিলের বিকল্প কোন পথ খোলা নেই।

নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।