ঈদে গদীরের দিনের একটি রোজা ৬০ মাস রোজা রাখার সমান।
হযরত আবু হুরায়রা হতে বর্ণিত আছে যে— নবী করীম (সঃ) বলেন, “যে ব্যক্তি ১৮ ই যিলহাজ তারিখ রোজা রাখবে তার জন্য ৬০ মাস রোজা রাখার সওয়াব লেখা হবে” এবং ঐ দিনটিতেই গদীরে খুমের ঘটনা ঘটে এবং রসুলুল্লাহ (সঃ)- হযরত আলী (আঃ) এঁর হাত ধরেন অতঃপর উপস্থিত জনতার কাছে প্রশ্ন করেন, “আমি কি সমস্ত মু’মিনের ওয়ালী নই?” সবাই জবাব দিলেন, হ্যাঁ অবশ্যই ইয়া রসুলুল্লাহ (সঃ)।
তখন রাসূলে পাক (সঃ) বললেন, “আমি যার মওলা আলী তার মওলা।” তখন হযরত উমর ইবনে খাত্তাব বললেন- “ওহে আবু তালিবের শাহজাদা এহেন ফযীলত ও পদমর্যাদার জন্য আপনাকে মোবারক বাদ ও শুভেচ্ছা। আপনি আমার এবং প্রত্যেক মু’মিন ও মু’মিনার মওলা হয়ে গেলেন।
অতঃপর আল্লাহ তায়ালা বলেন- “আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম…”। অর্থ্যাৎ- (আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম) আয়াতটি নাযিল করেন।
সূত্রঃ
- ১. সিয়ূতী : আদ দুররুল মনসুর, ২:২৫৯
- ২. ইমাম রাযী : আত তফসীরুল কবীর, ১১:১৩৯
- ৩. ইবনে কাসীর : আল বেদায়া ওয়ান নেহায়া, ৫:৪৬৪
- ৪. খতীবে বাগদাদী : তারীখে বাগদাদ, ৮:২৯০
- ৫. তাবারাণী : আল মু’জামুল আওসাত, ৩:৩২৪
- ৬. ইবনে আসাকির : তারীখে দিমশক আল কবীর, ৪৫:১৭৬-১৭৭
লেখাঃ আলহাজ্জ মাওলানা মুহাম্মদ ওয়ালীউল্লাহ্ আল ক্বাদেরী।