ইমাম হোসাইন (আঃ) ও তার এক আশেকের ঘটনা।

ইমাম হোসাইন (আঃ) ও তার এক আশেকের ঘটনা।

একদিন ইমাম হোসাইন এক রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। পিছনে পিছনে এক আশেক সাহাবী হামাগুড়ি দিয়ে যাচ্ছে, আর ইমাম হোসাইন এর কদম মোবারকের ছাপের মধ্যে চুমু দিতেছে। ইমাম হোসাইন পিছনে লক্ষ করলেন এবং লোকটিকে বললেন, আপনি আমার পায়ের ছাপে চুমু দিতেছেন কেন?

তখন লোকটি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে আমার মনিব আমি রাসূলের মুখ থেকে আপনার শান মানের কথা শুনেছি। আপনার শান মান যদি তামাম দুনিয়ার মানুষ জানতো, তাহলে আপনার কদম মোবারক দুনিয়ার মাটিতে স্পর্শ করতে দিতো না।

সূত্র: কানজুল উম্মাল।
নিবেদক: অধম পাপী মোজাম্মেল পাগলা।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel