ক্যামেরায় হযরত নূরনগরী (কঃ)’র ছবি না উঠা। (কারামত; ১)

শাহজাদা ছৈয়দ হাবিবুল বশর সাহেব হতে বর্ণিত, আমি বাবাজান নূরনগরী (কঃ) এর কয়েকটা ফটো তুলে রাখার একান্ত বাসনা নিয়ে বাবাজানের অলক্ষ্য হাত ক্যামেরার সাহায্যে অনেকবার ফটো তোলার চেষ্টা করি।

কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। ফটোর নেগেটিভ গুলি ওয়াস করলে দেখা যেত নেগেটিভ টেইপের নির্দিষ্ট আংশগুলি ঝলসে গেছে,কোন ফটো আসেনি। অথচ সে নেগেটিভ টেইপের অন্যান্য প্রিন্টগুলিতে পরিষ্কার ছবি উঠেছে।

আবার কোন সময় এমনও দেখা গেছে যে,হযরতের উপবিষ্ট খাট,বালিশ, গিদ্দা,ঘরের সব কিছুর ছবি এসেছে,কিন্তু হযরতের কোন ছবি নেই। এরপর আর কখনও বাবাজানের ছবি উঠানোর প্রচেষ্টা করা হয়নি।

(গ্রন্থ সূত্রঃ হযরত নূরনগরী (কঃ)’র জীবন চরিত্র)

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel