হোমপেজ আহলে বায়াত (পাকপাঞ্জাতন) আহলে বাইতের অনুসরণ ব্যতিত কোনো আমল কাজে আসবে না।

আহলে বাইতের অনুসরণ ব্যতিত কোনো আমল কাজে আসবে না।

1087

আহলে বাইতের অনুসরণ ব্যতিত কোনো আমল কাজে আসবে না।

পবিত্র আহলে বাইত (عليه السلام)-এর অনুসরণ ব্যতিত ঈমানদার হওয়া যাবে না। এবং কোনো আমল কাজে আসবে নাঃ

আহলে সুন্নাতের প্রখ্যাত আলেম আল্লামা জালালুদ্দিন সুয়ূতি (রহঃ) লিখেছেন যে, মহানবী হযরত রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন- “দেখো আমার আহলে বাইত-এর অনুসরণকে নিজেদের জন্য অতি আবশ্যকীয় কর্তব্য বলে মনে করবে, কারণ যে ব্যক্তি অন্তরে তাঁদের মহব্বতসহ আল্লাহর নিকট কিয়ামতে উপস্থিত হবে, সে আমার শাফায়াতে জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহর কসম আমার আহলে বাইত এর অনুসরণ ব্যতিত কোন ব্যক্তির কোন আমল (নামায, রোজা, হজ্জ, যাকাত, সকল ইবাদাত) উপকারে আসবে না।”

সূত্রঃ [ আল্লামা জালাল উ  দ্দিন সূয়ূতীর এহইয়াউল মাইয়াত, পৃঃ-৩; আল্লামা ইবনে হাজার মাক্কী, সাওয়ায়েকুল মুহরেকা, পৃঃ-১১২। ]