সালাত কি?
ধর্মশিক্ষার মূল উৎস হলো সালাত ও জাকাত। এজন্য তাঁহার মৌলিক এই দুইটি নীতিকে প্রচার করিবার অধিকার বা অসিয়ত বা নির্দ্দেশনামা লইয়া মানবকুলে আসিয়া থাকেন।
‘সালাত’ অর্থ আপন রবের সঙ্গে সংযোগ প্রচেষ্টা এবং ‘জাকাত’ এর আমিত্বের পরিপূর্ণ উৎসর্গ করা তথা সকল বিষয়মোহকে ত্যাগ করা।
একটি ব্যতীত অপরটি হয় না; কারণ এই দুইটি একই বিষয়ের এপিঠ-ঐপিঠ মাত্র। এইজন্য সকল স্বর্গীয় ধর্ম্মের মূল হইল সালাত ও জাকাত।
এই দুইটির সুত্র ধরিয়া ইমান ও আমলে সালেহা অর্জ্জন করিয়া মানুষ জান্নাতবাসী হইয়া পরিণামে মুক্তি অর্জ্জন করিয়া থাকে।
সূত্রঃ দ্র. (১৯ঃ৩১); কোরান দর্শন, ২য় খণ্ড। (মওলা সদর উদ্দিন আহ্মদ চিশতী)