মাওলা আলীর শান-মান: পর্ব-১
মাওলা আলীর অসাধারণ শান-মান (ধারাবাহিক পর্ব নং-১)।
দয়াল রাসূল পাক (সাঃ) বলেছেনঃ عُنْوَانُ صَحِيفَةِ الْمُؤمِنِ حُبُّ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ.
“মুমিনের আমলনামার শিরোনাম হলো আলী ইবনে আবি তালিবের ভালোবাসা।”
(আল মানাকিব– ইবনে মাগাযেলী: ২৪৩/২৯০,কানযুল উম্মাল ১১:৬০১/৩২৯০০, তারীখে বাগদাদ : ৪:৪১০)
দয়াল রাসূল (সাঃ) এখানে স্পষ্ট এবং পরিস্কারভাবে বলে দিলেন মুমিনদের প্রথম ভালোবাসা হবে মাওলা আলী। যেহেতু প্রত্যেক নবী, রাসূল, সাহাবী এবং অলী-আল্লাহগণ সবাই উচ্চ শ্রেণীর মুমিন ছিলেন, তাই সকলে মাওলা আলীকে ভালোবেসেই নবী, রাসূল, সাহাবী এবং অলী আল্লাহ হয়েছেন। মাওলা আলীর ভালোবাসা ব্যতীত কখনো মুমিন হওয়া সম্ভব নয়। আর মুমিন হওয়া ব্যতীত কখনো নবী, রাসূল, সাহাবী এবং অলী আল্লাহ হওয়া সম্ভব নয়। সৃষ্টি জগতের সকল আমলনামার অর্থাৎ ইবাদতের শিরোমনি হলো আমার মাওলা আলী।
মাওলা আলীর ভালোবাসা ব্যতীত কোন ইবাদতই গ্রহণযোগ্য নয়। যেহেতু মাওলা আলীর ভালোবাসা আমলনামার শিরোনাম, তাই ইবাদত শুরুই করতে হয় মাওলা আলীর ভালোবাসা দিয়ে। নচেৎ কেয়ামত পর্যন্ত নামাজ, রোজা, হজ্ব, যাকাত, কালেমা পড়লেও বিন্দুমাত্র লাভবান হবেন না।বরং আপনি সৃষ্টির বিধান লংঘন করে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবেন। যারা মুমিন তারা মাওলা আলীর ভালোবাসা দিয়েই ইবাদত শুরু করে। আর যারা মুমিন নয়, তারা কখনো মাওলা আলীকে ভালোবাসতে পারে না। বরং তারা যুগে যুগে মাওলা আলীর বিরোধিতা করবে।
নিবেদক : অধম পাপী মোজাম্মেল পাগলা।