মাওলা আলীর জিকির (স্বরণ) করা ইবাদত
হযরত আলী ইবনে আবু তালিব (আঃ) এর জিকির (স্বরণ) করা ইবাদত—
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
ذِكْرُ عَلِيٍّ عِبَادَةٌ.
অর্থ- ‘আলীকে স্মরণ করা ইবাদততুল্য।’
সূত্র: (কানযুল উম্মাল ১১, ৬০১/৩২৮৯৪, আল ফেরদৌস ২:২৪৪/৩১৫১, ওসীলাতুল মুতাআবেবদীন খ: ৫ আল কাসাম ২:১৬৮)
হযরত আলী ইবনে আবু তালিব (আঃ) এর চেয়ে চেহারা মোবারকের দিকে তাকানো ইবাদত—
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ
َالنَّظَرُ إِلَي وَجْهِ عَلِيٍّ عِبَادَةٌ.
“আলীর মুখের দিকে তাকানো ইবাদত।’
(আল মানাকিব- ইবনে মাগাযেলী ২০৬/২৪৪-২৪৬ ও ২০৯/২৪৮-২৪৯ ও ২১০/২৫২-২৫৩, আল মুস্তাদরাক-হাকেম ৩:১৪২, আর রিয়াদুন্ নাদ্রাহ ৩:১৯৭)
অন্যান্য সূত্রে বর্ণিত রয়েছে—
হযরত আবু বকর প্রায়ই হযরত মাওলা আলীর মুখের দিকে তাকিয়ে থাকতেন। তাই হযরত আয়েশা তার পিতা আবু বকর কে জিজ্ঞাসা করলেন, বাবা আপনি সব সময় কেন মাওলা আলীর (আ:) এর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকেন?
হযরত আবু বকর উত্তরে বললেন- আমি রাসুল (স:) কে বলতে শুনেছি, যে হযরত মাওলা আলীর চেহারা দেখাটা ইবাদত।
সূত্র: (কাতেবীনে ওহির,পৃ: ২১২(ইফা), আশারা মুবাশশারা, পৃ:১৯৭ (এমদাদিয়া), হযরত আলী, পৃ: ১৫, (এমদাদিয়া), সাওয়ায়েকে মুহরেকা, পৃ:১৭৫, আল মুর্তজা, পৃ:১৬৫, রিয়াজুন নাজারাহ, ২য় খন্ড,পৃ:২৯১, ইয়া নাবিউল মুয়াদ্দাত, পৃ: ১৩৯, ইযাযাতুল খিফা, ২য় খন্ড, পৃ:৫১২, (শাহ ওয়ালিউল্লাহ), মুয়াদ্দাতুল কুরবা, পৃ:১১২, আরজাহুল মাতালেত, পু: ৮৪২, ৮৪৬।)