![মা ফাতেমার ছবি](https://sufibad24.com/wp-content/uploads/2023/02/PicsArt_02-27-05.07.22-min-e1677645850945-640x385.jpg)
মা ফাতেমার অসন্তুষ্টিতে স্বয়ং আল্লাহও অসন্তুষ্ট।
মহান আল্লাহর ক্রোধ ও সন্তুষ্টি শর্তহীনভাবে হযরত মা ফাতেমা (সা.আ) এর ক্রোধ ও সন্তুষ্টির অনুগত। মা ফাতেমা (আঃ) কে অসন্তুষ্টি বা ক্রোধান্বিত করা হারাম ও নিষিদ্ধ এবং তাকে সন্তুষ্ট করা অপরিহার্য বা ফরজ। (সূরাঃ শূরা-২৩। দ্রষ্টব্য)
হযরত রাসূলুল্লাহ (সাঃ) মা ফাতেমা (আঃ) কে বলেন- “নিশ্চয়ই আল্লাহ তোমার ক্রোধে ক্রোধান্বিত হন এবং তোমার সন্তুষ্টিতে সন্তুষ্টি হন।”
.
সূত্রঃ (আল-মুসতাদরাকঃআস সহিহ ৩য় খন্ড পৃঃ১৫৩ ও তাবরানিঃ আল-মোজামুল কাবির, ১ম খন্ড পৃঃ১০৮)
“মা ফাতিমা (আঃ) আমার দেহের অংশ। যা তাকে অসন্তুষ্ট করে তাতে আমিও অসন্তুষ্ট হই এবং যা তাকে আনন্দিত করে আমিও তাতে আনন্দিত হই।”
.
সূত্রঃ (আল-মুসতাদরাকঃ আস সহিহ ৩য় খন্ড পৃঃ ১৫৮, সহিহ মুসলিমঃ ৭ম খন্ড,পৃ ৫৪৪ ইফা এবং সহিহ বুখারীঃ ৬ষ্ট খন্ড পৃ ৩০৯ ইসলামিক ফাউন্ডেশন)
“মা ফাতেমা (আঃ) পুতঃপবিত্র। সত্য ও ন্যায়ের মানদন্ড। তিনি কখনোই পার্থিব বিষয়ের কারনে কারো ওপর ক্রোধান্বিত বা অন্যায়ভাবে কারো প্রতি অসন্তুষ্ট হন না।”
(দ্রঃ সূরা আহজাবঃ ৩৩)
“এবং যার ওপর আমার ক্রোধ অবতীর্ণ হয়, নিঃসন্দেহে সে জাহান্নামে পতিত হবে।” (সূরাঃ ত্বহা-৮১)
নিঃসন্দেহে ফাতিমা আমার টুকরো, সে আমাকে কষ্ট দেয় যে ফাতিমাকে কষ্ট দেয়। (সহিহ মুসলিম বাবে মানাকেবে ফাতিমা)।
উপরোক্ত হাদীস ও রেফারেন্সগুলো থেকে স্পষ্ট হয় যে ফাতিমা (আঃ) কে কষ্ট দেয়া আল্লাহ ও তার প্রিয় হাবিরের অসন্তুষ্টির কারন।
নিবেদকঃ JH Rasel Ahmed