হোমপেজ বিশেষ দিন ও দিবস উরসে খাজা বাবা গারীবে নেওয়াজ।

উরসে খাজা বাবা গারীবে নেওয়াজ।

284
ইমেজ সোর্স: Wikimedia Commons

উরসে খাজা বাবা গারীবে নেওয়াজ।

হযরত খাজা গারীবে নেওয়াজের ওফাতের (ইন্তেকালের) পর উনার পবিত্র পেশানীতে নূরের অক্ষরে যা লেখা ছিল তা হলো-

‘হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ’ অর্থঃ উনি আল্লাহর হাবীব, আল্লাহর বন্ধুত্বে বিলিন হয়ে গেলেন।

হযরত খাজা গারীবে নেওয়াজকে ওফাতের পর যেখানে দাফন করা হয়, সেখানের মাটি হতে এক অদ্ভুত ধরনের খুশবু (সুগন্ধি) বের হতে থাকে। উনার পবিত্র দেহ সমাহিত করার পরও উনার মাজার শরীফ হতে সেই খুশবু আরও তীব্র হয়ে ছড়াতে থাকে। যে খুশবুতে মানুষ মাতোয়ারা হয়ে উঠে এবং তাদের মনপ্রাণ এক ঐশী উন্মাদনায় নাচতে থাকে। সেই খুশবু আজও উনার মাজার শরীফে বিদ্যমান রয়েছে এবং প্রকৃত আশেক ও প্রেমিকগণ তা উপভোগ করে থাকেন।

খাজা বাবা মইনুদ্দিন চিশতি (রঃ) এর মাজার, আজমির শরীফ, ভারত

প্রতিবছর পবিত্র ৬ রজব হযরত খাজা গারীবে নেওয়াজ এর ওফাত দিবস স্বরনে ভারতের আজমির শরীফ সহ সমগ্র বিশ্বে চিশতিয়া সিলসিলার অনুসারী সমস্ত দরবার শরীফ গুলোতে হযরত খাজা গরীবে নেওয়াজের উরস শরীফ পালিত হয়।

হে মহান রাব্বুল আলামিন! আমাদেরকে তোমার প্রিয় মাহবুব বান্দা আউলিয়াকেরামের সোহবতে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে উনাদের রুহানি ফয়েজ ও বরকত নসীব করুন। আমাদের সকল প্রার্থনা হুযুর হযরত খাজা গরীবে নেওয়াজ এর ওসিলায় কবুল করে নিন। আমীন।

নিবেদকঃ আত্মতত্ব (ফেসবুক গ্রুপ)