হোমপেজ আধ্যাত্মিক কবিতা সৈয়দ আহমদ শহীদ কবিতায় স্মরণ।

সৈয়দ আহমদ শহীদ কবিতায় স্মরণ।

57

সৈয়দ আহমদ শহীদ কবিতায় স্মরণ।

সৈয়দ আহমদ শহীদ কবিতায় স্মরণ
-মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী

ভারতবর্ষে চিন্তাবিদ যে
ধার্মিক সৈয়দ আহমদ পীর,
ইউপি রায়বেরেলী জন্ম
স্থানীয় মক্তবে হয় তিনি ধীর।

খলিফায়ে আলীর বংশধর যে
দৈহিক শক্তি তাহার প্রবল,
আব্দুল আজিজ শাহে গুরু
স্বদেশীরই মন্ত্রে সবল।

সামন্তই প্রভুর বাহিনীতে
অধিক ধর্মগুরু শিষ্য,
মক্কায় হজ্জে রওনা দিয়ে
বেদয়াত বাতিল রাখে ধৈর্য্য।

বালাকোটে যুদ্ধে নায়ক
শিখ বাহিনীর তিনি দম্ভ,
কুনাহারে তাঁর সমাধি
আমিরুলের হিন্দের গর্ভ।।

লেখা:-
মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী
প্রপৌত্র, হজরত পীর গোলাম সালমানী আব্বাসী ফুরফুরাবী রাহ.