যে কাবায় ৩৬০টি মূর্তির বসবাস।
কালেমার সঠিক ব্যখ্যাটি যদি দেখি তাহলে দেখতে পাই- “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”
প্রচলিত তাফসির- “আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, মুহাম্মদ সা: আল্লাহর প্রেরিত পুরুষ।” ব্যখ্যাটি ভুল। কারন কালেমায় আল্লাহ শব্দটি নাই বরং আছে ‘ইলাহ’ শব্দটি। ‘লা’ মানে নাই বা শুন্য। ‘ইলাহ’ শব্দটির অর্থ ‘উপাস্য বা আনুগত্য করা’।
“লা ইলাহা” – নাই কোন ইলাহ বা উপাস্য। “ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” – মহানবী হয়রত মুহান্মদ সাঃ অর্থাৎ রাসূল সা: এর প্রসংশিত ইলাহ ব্যাতিত।
আমাদের সকল রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য নামক এই ৬ টি রিপু নামক এক একটি বিশাল মূর্তির ছোট ছোট ৬০ টি করে মূর্তি আমাদের ভিতর বাস করে। তাই আমরা তাদের পূজা করে থাকি। তাই দয়াল নবী সাঃ ৬টি রিপুর ৬০ করে ছোট মূর্তি তথা ৩৬০ টি মূর্তির মাথা আঘাত দিয়ে ভেঙ্গেছিলেন। যদিও তিনি জানতেন, মাটির মূর্তিগুলোর ভালো করবার ক্ষমতাটিও নাই আবার মন্দ করবার ক্ষমতাটি ও নাই।
তথাপিও তিনি ভেঙ্গেছিলেন। এটি রুপক ভাবে বুঝানো হয়েছে। কারন কাবা একটি মানবদেহ তাই তাহাকে কাপড়ে ঢেকে রেখে বুঝানো হয়। আর সেই কাবার ভিতর ৩৬০ টি মূর্তির বসবাস। তাই সকল মূর্তির মাথায় আঘাত পূর্বক ভেঙে ফেলতে পারলেই নিজের দেহের হাত, কান, পা, চোখ এই সকল সর্দারদের নিজের নিয়ন্ত্রনে আনতে পারলেই নিজের ভিতরের খান্নাসটি দূর হয়। আর তখনই নিজের সকল ইলাহ গুলো ধ্বংস হয়।
তখনই হয় লা ইলাহা নাই কোন উপাস্য তথা ইলাহ, মুহান্মদ সাঃ এর প্রসংশিত ইলাহ ব্যাতিত। রাসূল সাঃ তখন গুরু হয়ে যায়। রসূল রুপেই তিনি প্রকাশিত হয়ে দেখা দেন। তখনই কালেমা নিজের ভিতর প্রতিষ্ঠিত হয়।
– ইমরান খান শ্রাবন