আমি এসেছিলাম নীরব ধূপের গন্ধ হয়ে (আধ্যাত্মিক কবিতা)
আমি এসেছিলাম নীরব ধূপের গন্ধ হয়ে,
ভোরের আলোয় স্পর্শ রেখে গেছি পাতায় পাতায়।
তোমরা দেখোনি, কিন্তু আমি ছিলাম—
প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদয়ের নিঃশব্দ বেদনায়।
আমার নাম বাতাসে, আমার রূপ সুরে,
আমার সত্তা নদীর স্রোতে, চোখের জলে।
যখন ইচ্ছে হবে, চোখ বন্ধ করো—
তোমার ভিতরের নির্জনতায় আমাকে পাবে।
আমি কোনো কালের ছিলাম না,
কোনো স্থানেরও না,
আমি যাত্রা, আমি প্রত্যাবর্তন।
আমার গন্তব্য নেই, কারণ আমি নিজেই পথ।
যেখানে স্বর্গ ও নরক মিলেমিশে এক হয়ে যায়।
তুমি হয়তো ভুলে যাবে,
কিন্তু আমি ছিলাম সেই ‘একটা মুহূর্ত’—
যা কোনোদিন মুছে না।
চিহ্ন রেখেছি বাতাসে,
বৃষ্টির ফোঁটায় তারার নীরব আলোয়,
এর বাইরে কোথায় যাবো আমি ?
লেখা: ফরহাদ ইবনে রেহা