হোমপেজ আধ্যাত্মিক কবিতা শেরে খোদা (কবিতা)

শেরে খোদা (কবিতা)

510

শেরে খোদা (কবিতা)

শেরে খোদা (কারামাল্লাহু ওয়াজহাহু)
_অয়ন সাঈদ

আমাকে ঢেকে রাখো তোমার আচ্ছাদনে
কেননা যে একবার তুমিময় হয়ে গেছে
দুইবিশ্বের খাজানা দিলে উপহার
তবু তোমাকে ছাড়া কিছুই চাই না আমার

যে একবার তুমিময় হয়ে গেছে
সে-ই দেখেছে ত্রিকালব্যাপী সঘন বজ্রপাত-
ইশারায় ফুল হয়ে গেছে, ঘ্রাণ পূর্ণ তীর্থ অপার

যে একবার তুমিময় হয়ে গেছে সে-ই গেয়েছে
নেই কোন বিজয় ব্যতীত হায়দার কার্রার,
জুলফিকার বিনে নেই কোন তরবার্

যে একবার তুমিময় হয়ে গেছে
তাঁর উজ্জ্বলতায় ঈর্ষা কাতর-
দ্যুতিময় নক্ষত্র শিরার….

সিংহাসনে অধিষ্ঠিত বাদশাহ শের্ খোদা’র
মুকুটে তারকাখচিত পূর্ণচাঁদ,
উপস্থিতি পানে সমূহ রাজাধিরাজ পৃথিবীর
প্রার্থী পাক কদমে তোমার।