
তত্ত্ব জ্ঞান (আধ্যাত্মিক কালাম)
তত্ত্ব জ্ঞান
তত্ত্ব জানরে আমার মন,
যে তত্ত্বে হইলে মত্ত, প্রাপ্ত হবি নিরঞ্জন।।
না পাই তার আদি অন্ত, জানরে মন সে বৃত্তান্ত,
অখন্ড ব্রহ্মান্ডে যিনি, কারণের কারণ।।
নোক্তা রুপে পঞ্চ জাতে, ছিল সেই পুশিদাতে,
নোক্তা হতে আলেফ, লাম, মিম হইলো সৃজন।।
আলেফ মিম লামের ছায়া, লুকাইল নিজ কায়া,
মিমে প্রকাশিল সেই রুপের কিরণ।।
লামে মিমের শব্দ খিচে, মিমে মিম টানিতেছে,
জান হে মুর্শিদের কাছে, মিমের সন্ধান।।
রশিদ বলে পেয়ে হৃদি, নকসা খিচে নিরবধি,
বরজোখ সে মুহাম্মদী, মিমের-ই কিরণ।।
গ্রন্থসূত্র:- জ্ঞানসিন্ধু
হযরত খাজা দেওয়ান আব্দুর রশিদ আল চিশতী নিজামী (রহ.)।