ভক্তের কান্ডার (দয়াল গীতি)
দয়াল তোমার প্রেম অনলে
জ্বইলা পুইরা হই অঙ্গার,
বিরাজ কর তুমি ভক্তের মনে
তুমি যে ভক্তের কান্ডার ৷
ধরায় ভক্ত আসেক আছে যত
গইরা লও তোমার মনের মতো,
সুখে দুঃখে রাইখ তোমার চরণে
দয়াল তুমি যে দয়ার ভান্ডার ৷
দয়ালের রুপ যে করে ধারণ
ভয় নাই তার জীবন ও মরন,
রইব তোমার দয়ার আসায়
দয়াল তুমি যে প্রিয় আমার ৷
সেলিম ভব নদির কিনারায়
রইলাম দয়াল তোমার আশায়,
সেন্টু বাবা দয়া কর আমায়
ঠাঁই দিও ওই চরণে তোমার ৷
লেখা: ফকির সেলিম কাদেরী