
সৃষ্টি নিদর্শন (দয়াল গীতি)
এই জগতে আছে যত
আল্লাহর সৃষ্টি নিদর্শন,
এই ভালোবাসার রঙ মহল
দিন বন্ধু দয়ালের কারণ৷
সময় আছে কর দয়ালের পুজন
এই মানুষ রতন করিও যতন ৷
এই মানব কুলে আছে যত
দেখিলাম চাহিয়া,
সকলকে বানাইলো আল্লাহ
বিভিন্ন ছুরত দিয়া,
স্রেষ্ঠ মানুষ এই মানুষের মাঝে
ঘুরেফিরে আলেক নিরাঞ্জন ৷
পশুর কুলে রইলো যত
পইরা আপন কর্মের ফ্যারে,
কেয়ামত পর্যন্ত রইবে
তারা হইয়া নত শিরে,
এই মানব জনম বৃথা গেলে
ঘুরতে হবে ৮৪ কাল শমন ৷
এই সেলিমের ভাগ্য গুনে
জন্ম হইল মানব কুলে,
সার্থক হবে এইনা জনম
সেন্টু বাবার চরণ ধুলে,
দয়াল তুমি দয়া করে
দিও তোমার ওই রাঙা চরণ৷
লেখা: ফকির সেলিম কাদেরী