জ্যোৎস্না রাতে (দয়াল গীতি)
জ্যোৎস্না রাতে চাঁদ না এলে
রাতের কি শোভা পায়,
দয়াল এই জীবনে তুমি না এলে
বল আমার কি উপায়৷
দয়াল দিন বন্ধু তুমি এলে(২)
পুরণ হইত মনের বাসনা ৷
এই পোড়া মনের যত ব্যথা
আমি কার কাছে বলি,
দুঃখ যত দাওরে বন্ধু
তবু তোমার পথে চলি,
অবুঝ মনে কত ব্যাথা
তুমি ছাড়া কেউ বুঝবেনা৷
চন্দ্র, সুর্য, তারারা চলে
বিধির নিয়ম মতে,
দয়াল এই জীবনের তুমিহীনা
আমার মানে কি তাতে,
মার্যনা করে ভুল ত্রুটি
দয়াল তরাইয়া লওনা৷
সেন্টু বাবা এই সেলিমের
বল কি হবে উপায়,
তুমি বিনে এই ভবেতে
আমার আপন কেহ নাই,
কাল শমনে পাই যেন তোমায়
এটাই মনের বাসনা৷
লেখা: ফকির সেলিম কাদেরী