হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) সেজেছ যে সাজ, কররে মন সেই কাজ (আধ্যাত্মিক কালাম)

সেজেছ যে সাজ, কররে মন সেই কাজ (আধ্যাত্মিক কালাম)

সেজেছ যে সাজ, কররে মন সেই কাজ (আধ্যাত্মিক কালাম)

সেজেছ যে সাজ,
কররে মন সেই কাজ,
নইলে পাবে লাজ বিচারের সময়।।

চাপরাশি সাজিয়া পাহারা না দিলে
সাজের গৌরব বল কি রাখিলে?
মনিব সংসারে ঠেকিবে বিচারে
কাড়িয়া লইবে চাপরাশ তোমার।।

মুনসেফ সেজে বসে আদালতে
বিচার না করে যদি আইনের মতে
অবিচারি বাদে পড়িবে প্রমাদে
চাকুরি রাখা হবে মহাদায়।।

যদি মৌলবি সেজে কুরান না বুঝে
নামের মৌলবি সে, নহে কোন কাজে
সাজিয়া আলেম হইলে জালেম
লানতের তখত পড়িবে গলায়।।

এমন সু-সাজে যেজন সাজায়
পড়িয়ে কুহকে না চিনিলে তায়
সাজিয়া মানুষের সাজ করিলে পশুর কাজ
পশুর সমাজে যাইবে নিশ্চয়।।

গ্রন্থসূত্র:- জ্ঞানসিন্ধু
হযরত খাজা দেওয়ান আব্দুর রশিদ আল চিশতী নিজামী (রহ.)।

  1. দেওয়ান আব্দুর রশিদ আল চিশতী নিজামীর বাণী
  2. তত্ত্ব জ্ঞান (আধ্যাত্মিক কালাম)