হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) দ্বীন বন্ধু (দয়াল গীতি)

দ্বীন বন্ধু (দয়াল গীতি)

95

দ্বীন বন্ধু (দয়াল গীতি)

কোথায় ছিলাম কোথায় এলাম
এই কথা কি ভাবো মন,
কোথায় যাবো কি হবো
জানে মাওলা নিরাঞ্জন ৷
দয়াল শুধু জানি তোমায়
আমায় একটু দয়া কর না ৷

প্রেম করিয়া তোমার সনে
হৃদয়ে রাখিলাম স্মৃতি যতনে,
কোথায় আছ দ্বিন বন্ধু
একবার দেখা দাওনা ৷

এই ভবেতে কত কারবার
মনের মত হয় না সবার
গুরু হৃদয়ে আছে গো যার
তার কিসের এত ভাব না ৷

সেণ্টু বাবা তোমার চরন
সেলিম করে সদাই স্মরণ,
জীবন মরন সবই তুমি
তুমি আমার ঠিকানা ৷

লেখা: ফকির সেলিম কাদেরী

ভাব তরঙ্গ- দয়াল গীতি (সব পর্ব)