হোমপেজ আধ্যাত্বিক গান ও কালাম (লিরিক্স) আমি গিয়েছিলাম প্রেম শহরে (আধ্যাত্মিক কালাম)

আমি গিয়েছিলাম প্রেম শহরে (আধ্যাত্মিক কালাম)

843

আমি গিয়েছিলাম প্রেম শহরে (আধ্যাত্মিক কালাম)

আমি গিয়েছিলাম প্রেম শহরে দেখে এলাম নয়নে,
হচ্ছে সেথা নূরের খেলা, নূরুন আলা নূর সেইখানে।।

মসজেহাত লা মাকানে, গিয়েছিলাম সেইখানে,
প্রেম চক্রেতে ঘুরে ঘুরে দেখলাম নয়নে–
ঐ এক পর্বত নিন্মদেশে, দুই নদী একযোগে মিশে,
জোয়ার এসে যায় গো ভেসে, বরজোখ তারে মাঝখানে।।

ঐ দুই নদীর ধারা সমবেগে, যায়না কেহ কার দিকে
দুই সীমার মধ্যভাগে বরজোখ আছে তার–
নামটি তার “বাইনাহুমা” দুই নদীর সে মধ্য সীমা,
দেখ সুরা আর্ রাহমানে, মারাজাল বাহরাইনে।।

দমের এক জাহাজ উজায়ে, নছিরা নহর দিয়ে,
চলে গেল দেখলাম চেয়ে, জ্ঞান নয়নে —
পঞ্চস্বরে জাহাজ ঘুরে, ছয় সীমা ভেদ করে,
খাড়া হইলেন গিয়ে, প্রেম শহরের মাঝখানে।।

হা এসে হাহুতে মিশে প্রেমের তরঙ্গ যোশে,
মতি মুঙ্গা পয়দা সেথা হচ্ছে অনায়াসে,
প্রেম চক্রেতে ঘুরে ঘুরে, দেখে এলাম তৌহিদ করে,
মতি মুঙ্গা হচ্ছে জমা, মন ব্যাপারীর দোকানে।।

প্রেম শহর সেই দিল্লীর লহর, তার নীচে মাহমুদা শহর,
তার নীচে আয়না মহল, কাব-কাউসাইনে
মাঝখানে নসিরা পথে, পুষ্পবাগ তার দু’দিকেতে,
মোন্মোহন তার সুবাসেতে, ঘুরে ফিরে বাগানে।।

মন মোর মন ভ্রমরা, দমের জাহাজে চড়া
পুষ্প বাগে ঘুরাফেরা, এই তার কাম-
রশিদ বলে দেখনা তোরা, জোলমাতে নূর আছে ঘেরা,
পলকে ঝলক আসে, মোকাম কাব-কাউসাইনে।।

– হযরত খাজা দেওয়ান আব্দুর রশিদ আল চিশতী নিজামী (রহ.)।

  1. দেওয়ান আব্দুর রশিদ আল চিশতী নিজামীর বাণী
  2. সেজেছ যে সাজ, কররে মন সেই কাজ (আধ্যাত্মিক কালাম)
  3. তত্ত্ব জ্ঞান (আধ্যাত্মিক কালাম)