প্রেমই ঈশ্বর-ঈশ্বরই প্রেম।

প্রেমই ঈশ্বর-ঈশ্বরই প্রেম।

হযরত ঈসা মসিহ তথা যিশুখ্রিস্ট হলেন পূর্ণ সত্য, তাই তিনি বিতরণ করেছেন প্রেম। কারণ, প্রেমই দিতে পারে একমাত্র পূর্ণ সত্যকে। শত আঘাতের মাঝেও, শত অত্যাচারের মাঝেও তিনি প্রেমকে ধরে রাখতে উপদেশ দিয়েছেন। প্রেমকে ধরে রাখতেই হবে, কারণ পূর্ণ সত্য যে একমাত্র প্রেমই দিতে পারে।

তাই তিনি এমন কথাও বলতে বাধ্য হয়েছেন যে, এক গালে চড় মারলে আর এক গাল ফিরিয়ে দাও। কারণ, পূর্ণ সত্যকে পাবার পরই এই আদেশটির রহস্য বুঝতে পারবে। তিনি সন্দেহকে অল্প বিশ্বাস বলেছেন। তাই তিনি তাঁর সাহাবাদেরকে অল্প বিশ্বাস ফেলে দিয়ে পূর্ণ বিশ্বাসী হবার উপদেশ দিয়েছেন। কারণ, পূর্ণ বিশ্বাসের আর এক নাম হল ‘প্রেম’।

  • গ্রন্থসূত্র- মারেফতের বাণী
  • লেখক- ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী।
আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel