হৃদয়ের সিজদা (শামস-ই তিবরিজি)

হৃদয়ের সিজদা (শামস ই তিবরিজি)

মুহাম্মদ (সাঃ) এর অনুসারীরা হবে এমন, আর মুহাম্মদ (সাঃ) ও এমন। তুৃমি প্রস্তর আর মূর্তি পূজাকারীদের নিয়ে বাজে কথা বলছো, কারন সে তার মুখ ঘুরিয়েছে একটা পাথর বা দেয়ালের কোন ছবির দিকে। কিন্তু তুমিও তো তোমার মুখ ঘুরাচ্ছ একটি দেয়ালের দিকে। যদিও তুমি বুঝতে পারনি কাবা পৃথিবীর ভিতরে। সমগ্র পৃথিবীর সবাই মুখ ঘুরায় এর দিকে।

কিন্তু যদি তুমি তা মাঝখান থেকে সরিয়ে ফেল তাদের সিজদা হবে পরস্পরের হৃদয়ের দিকে। সেই এক সিজদাই হয় এই একের জন্য, এই একের সিজদা ঐ একের হৃদয়ের দিকে।

গ্রন্থ সূত্রঃ মাকালাত-ই -শামস-ই তিবরিজি খন্ড-২।