হোমপেজ ইসলামিক কবিতা ও ছন্দ প্রভুর সান্নিধ্যে (শামস তিবরিজি রহ:)

প্রভুর সান্নিধ্যে (শামস তিবরিজি রহ:)

719

প্রভুর সান্নিধ্যে (শামস তিবরিজি রহ:)

তুমি কেন প্রভুর কাছে
আত্মসমর্পণ করছো না?
জেগে উঠো মধ্যরাতে,
তারপর দাড়াও।
আর দু’বার তুমি সিজদা করো।।

প্রয়োজন; তোমার কপাল
মাটিতে স্পর্শ করাও,
আর অশ্রুর বারিধারা গড়িয়ে দাও।।

আমাদের হৃদয়টি আকাশ
ও ঘূর্ণায়মান গ্রহ থেকেও অনেক বিশাল।
তবে কেন তুমি তাকে দুশ্চিন্তা
আর সন্দেহের মাঝে সীমাবদ্ধ কর?
কেন তোমাকে ভাবতে হবে
এ সীমিত পৃথিবীটি তোমার সংকীর্ণ কারাগার।।

সুখি তো সেই যার চোখগুলো ঘুমায়,
কিন্তু হৃদয়টি জেগে থাকে।
দূর্ভাগ্য তার যার চোখগুলো
জেগে থাকে কিন্তু হৃদয়টি ঘুমায়।।

শোকার্ত হবেনা,
যদি অন্ধকার হয় দীর্ঘ,
যখন অন্ধকার হয় দীর্ঘ,
তারপরের সে আলোটি ও হবে দীর্ঘ।।

সব আলো গুলো একে অপরের বন্ধু।
যদিও হাজারটি বছর পেরিয়ে যায়,
তোমার সে কথাগুলো
পৌছে যাবে তাদের কাছে;
যাদের জন্য তা অভিপ্রেত।।

শামস তিবরিজি (রহ:)