হোমপেজ ইসলামিক কবিতা ও ছন্দ যদি তোমার ঘুম না আসে (মাওলানা রুমি)

যদি তোমার ঘুম না আসে (মাওলানা রুমি)

যদি তোমার ঘুম না আসে (মাওলানা রুমি)

আমার প্রিয় আত্মা,
আজ রাতে যদি তুৃমি ঘুমাতে না পারো,
তবে তুমি কি মনে করো হতে পারে?

তুমি যদি রাতটি কাটিয়ে দাও
এবং ভোরের সাথে মিলিয়ে দাও,
তবে তুৃমি কি মনে করো হতে পারে?

সারা বিশ্ব যদি পুষ্পে আচ্ছাদিত হয়
যা রোপন করতে
তুমি করেছো অক্লান্ত পরিশ্রম
তুমি কি মনে করো কি ঘটবে তাহলে?

জীবনের অমৃত,
যা লুকায়িত ছিল
এতদিন অন্ধকারে,
তা যদি ভরে দেয়
এ মরু প্রান্তর ও শহরগুলি
তবে তোমার কি মনে হয় ঘটতে পারে?

যদি তোমার পদান্নতা
এবং ভালোবাসা দ্বারা
কিছু মানুষ খুজে পায় নতুন জীবন,
তাহলে তোমার কি মনে হয় হতে পারে?

যদি তুমি তোমার
পুরো অমৃত সুধার ভান্ডটি
ঢেলে দাও মাতালদের মাথায়,
তবে তোমার কি মনে হয় হতে পারে?

প্রিয় বন্ধু আমার,
যাও তাহলে;
ছড়িয়ে দাও তোমার সব ভালোবাসা।
তোমার শত্রুদের ওপর।।

এবং তা যদি তাদের হৃদয় করে স্পর্শ,
তাহলে তোমার কি মনে হয় হতে পারে?

– মাওলানা জালালউদ্দিন রুমি (রহ:)