খিজির (আঃ) এর ৭টি অমুল্য বাণী।
(১)
আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তিব় প্রতি, যে জানে মৃত্যু নিশ্চিত, তবুও সে কিভাবে হাসে।
(২)
আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তিব় প্রতি, যে জানে যে, এই দুনিয়া এক দিন খতম হয়ে যাবে, তবুও সে কেমন করে দুনিয়ার দিকে আকৃষ্ট হয়।
(৩)
আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তিব় প্রতি, যে জানে যে, সব কিছু আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, তবুও তার কোনো জিনিস হাসিল না হলে, কেন সে আফসোস করে।
(৪)
আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তিব় উপর, যাব় আখেব়াতে হিসাব দেয়ার উপর পূর্ন বিশ্বাস আছে তবুও সে কিভাবে ধন সম্পদ জমা করে।
(৫)
আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তির প্রতি, যে জাহান্নামের (দোযখের) আগুন বিশ্বাস করে তবুও সে কিভাবে গুনাহ করে।
(৬)
আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তিব় প্রতি, যে আল্লাহ তা’আলা কে জানে, তবুও সে কি করে অন্য জিনিসের আলোচনা করে।
(৭)
আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তির প্রতি, যে বেহেশতের সুখ শান্তিব় কথা জানে, তবুও সে দুনিয়ার কোনো জিনিস দ্বাব়া শান্তি পায়।