আধ্যাত্মিক বাণী – ফকির সেলিম কাদেরী (পর্ব-১১)
১০১/ সুন্দর মনের কারণে সুন্দর সম্পর্ক তৈরী হয়, মোহে আকর্ষণীয় সম্পর্ক চীর বিদ্দমান নয়।
১০২/ মন সুন্দর হইলে তার প্রভাব চরিত্রে ফুটে ওঠে।
১০৩/ সুর্যের আলোর প্রেম পরশে যেমন প্রতিটি সৃষ্টির সৌন্দর্য বৃদ্ধি হয়ে যায়, ঠিক তেমন মুর্শিদ সেই প্রেমের আলোই ভক্তকে দান করেন, যদি ভক্ত তা গ্রহণ করে তবে তার জীবনও ঐশ্বরিক প্রেমের আলোয় আলোকিত হয়ে যায়।
১০৪/ প্রকৃতির অনবরত প্রেম পরশে সৃষ্টির সৌন্দর্য অবলোকন করা যায়।
১০৫/ হাসি মাখা মুখ যতই থাকুক দুঃখ তা হাসির পেছনের রহস্য, হাসি-আধার মুখকেও আলোকিত করে তোলে এবং একে অপরের সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় এ এক অদ্ভুত প্রেমালিঙ্গণ, যা ক্ষনিকের জন্য হলেও দুঃখ গুলো নিবারণ হয়ে যায়।
১০৬/ শত দুঃখের মাঝেও যিনি নিজেকে হাসি খুশি রাখেন দুঃখ একদিন পরাজিত হয়ে তার থেকে পালিয়ে যায়।
১০৭/ যদি তুমি সু-দৃষ্টিতে দেখ তাহলে তা হবে পবিত্র বন্ধন, আর যদি কু দৃষ্টিতে দেখ তা হবে আপনার খন্ডন।
১০৮/ যখন তুমি প্রভুর সান্নিধ্য লাভ করবে তখন গোটা দুনিয়া খুঁজে পাবে।
১০৯/ ক্রোধ, হিংসা, নিন্দা-এর দ্বারা জ্ঞানের দার বন্ধ হয়ে যায়। বিশ্বাস/ভক্তি/প্রেম-এর দ্বারা জ্ঞানের দার উন্মোচন হয়ে যায়।
১১০/ একজন প্রকৃত খোদা প্রেমিক তিনি প্রেমের জ্ঞান ভান্ডার, যতক্ষণ পর্যন্ত তার অন্তর সায় না দিবে ততক্ষণ সে, লুকাইত, প্রকাশিত নয়। সব ঝিনুকে মুক্ত হয় না, যেই ঝিনুকে মুক্ত হয় ওই ঝিনুক লুকিয়ে থাকে বরং ওই ঝিনুকটি খুঁজে নিতে হয়।
— ফকির সেলিম কাদেরী