মুর্শিদ নামের বীজ (তত্ব গীতি)
আমি মুর্শিদ নামের বীজ,
বুনেছি মনের জমিনে,
সেথায় রাসূল নামের একটা-
ফুল ফুটেছে বৃক্ষেরও গুণে।
সেই ফুলের সুবাস মনোহর,
তিন তাঁরে তাঁর হইতাছে খবর,
ময়না একটা হইয়া মতো ওয়ালা,
আল্লাহ নামের জিকির করে সর্ববেলা।
মুখে তে তাঁর তজবি মালা,
গলাতে পড়া মুক্তার হাঁড়,
মাঝে মাঝে ডানা ঝাপটা দিয়া,
আবেহায়াতে জলে সে,
গোসল লয় করিয়া।
মগডালে তে বসিয়া সে,
এক ধ্যানে তে বসিয়া,
আল্লাহ জিকির করিতেছে।
পথিক রনি ভেবে বলে,
তানজিম চাঁনের দয়ার বলে,
সেই ময়নাও কথা বলে।
আবেহায়াতের পাড়ে সেই গাছ,
আগে করো তার তালাশ,
বৈরাবরী দয়ার বলে,
এই পাপী জানিলো ভবে।
কথা- পথিক রনি