প্রাণের মানুষ – আধ্যাত্মিক গান (লিরিক)
প্রাণের মানুষ
রাতিন আহমেদ
কোথায় আছে আমার প্রাণের মানুষ?
যেথায় গেলে থাকে না মোর হুশ।
সেথায় কতো নারী ও পুরুষ,
নাই গো শুধু আমারই হুঁশ।
আমার প্রাণের মানুষ থাকে যেথায়!
ভালো আছেন কি তিনি সেথায়?
জানিতে আমার এ মনে চায়,
জবাব আমায় কে দিবি আয়!
আমার প্রাণের মানুষ করে কি আহার?
তৃষ্ণা মিটায় তাঁর কোন খাবার!
সর্বদা সেবায় থাকে কে তাঁহার?
ইশ…ভাগ্য যদি হতো আমার।
আমার প্রাণের মানুষ করে কি পরিধান?
নিজে না পড়ে করেছো কতো দান।
সকল আশেকের তুমি গো প্রাণ,
কি সুন্দরে গাইলা বারী শাহ্’র গান।
ওগো,
আমার প্রাণের মানুষ যায় কি নিদ্রায়?
খেলছেন খেলা ভক্তের অন্তরায়।
শুন্য রাতিন এই কথা জানায়,
লুৎফর শাহ’রে রেখো সদায়।
বসে আছেন বারী শাহ্ আস্তানায়…