অপরাধ (আধ্যত্মিক কবিতা)

অপরাধ (আধ্যত্মিক কবিতা)

অপরাধ
– মোঃ সিয়াম হোসেন খান

আমি বুজি অগ্নি হতে চেয়েছিলাম
তাই কাষ্ঠের গুণ দিলে
পোড়াবার স্বাধ নিতে চেয়েছিলাম
তাই আমায় পোড়ালে।

হতে চেয়েছিলাম অদৃশ্য কিছু
আলো, শব্দ বা বায়ুপুঞ্জ
কাল্পনিক ইথার তরঙ্গ ও বানাতে পারতে
ভেসে বেড়াতাম মহাপুঞ্জ।

দুঃখগুলো মানুষ সযতনে পুষে রাখে
আমাকে না হয় তাই বানাতে
হৃদয়ের মনিকোঠায় থাকতাম
সুখবস্ত্রের আড়ালে।

আমিতো প্রেম হতে চেয়েছিলাম
আমায় প্রেমিক করে পাঠালে
অভিমান করেছিলাম
তাই তোমার প্রেমেই জড়ালে।

বিরহিনীর বিরহ বেদনা হতে পারতাম
নিভৃতে ঝড়ে পড়া অশ্রুবিন্দুর কারণ
বিরহী বানায়ে দিলে
তোমাকে চাওয়ার অপরাধে।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel