তরীক্বতের সূর্য প্রভা- মুজাদ্দিদে আলফেসানী।
তরীক্বতের সূর্য প্রভা
লেখাঃ কায়ছার উদ্দীন আল-মালেকী
ডুবন্ত সূর্য উদিত হয়
মেঘাচ্ছন্ন আকাশে বজ্র হয়
যুগের ক্রান্তিলগ্নে মহা পুরুষের জন্ম হয়
তাঁরা আলো জ্বালায়, নিজকে বিলীন করে
আকাশে বাতাসে জয়ধ্বনি তুলে আল্লাহু আকবর বলে
তাঁরা অম্লান, তাঁরা সজীব, তাঁরা চির অমর
তাঁরা যুগের শ্রেষ্ঠ সন্তান, তাঁরা আল্লাহর প্রিয়জন
তাঁদের প্রতি শ্রদ্ধা ভক্তি চিরকাল অবহমান
মুজাদ্দিদে আল ফেসানী নত করেনি শির
ধ্বংস করেছে আকবরী প্রোপাগান্ডার বিষ বীণ
ব্রিটিশের রোষানলে ভেঙ্গেছে দ্বীন
পেয়েছিলো নানান রূপ
এ যেন মৃত সাগরে পানির সন্ধান!
ক্রান্তিলগ্নে জেগেছে শহীদ
আহমদ সাইয়্যিদ বেরলভী
তাঁর ডাকে ঝাঁকে ঝাঁকে কত শহীদান!
রক্তে তাঁদের লেখা আছে, জাগো মুসলমান!
যুদ্ধে কত ঝড়ল প্রাণ !
হেসে হেসে দিল জান-কুরবান
তাঁরাই শহীদ,তারাঁই প্রকৃত মুসলমান।
জয়ধ্বনি তুলি তাঁদের তরে
সূফি নূর মুহাম্মদ বাঙলার ঘরে
জাগ্রত সিপাহী, বালাকোটি হয়ে।
মশাল হাতে ফতেহ আলী
চেরাগ জ্বালিয়েছে সালমানী
জাগ্রত করেছে আবদুল বারী
দীক্ষা দিয়েছে আজমগড়ী
আলোকিত করেছে বাগে মুনিরী
কেরামতি দেখিয়েছে আল-কুতুবী।
অজস্র সালাম ও শ্রদ্ধা হে মহাগুণী
আজীবন কৃতজ্ঞ আমরা সত্যপ্রেমী।
কুচক্রীর দালালেরা আজ জেগেছে!
স্বার্থে তাঁদের আগুন লেগেছে
তারা ভ্রান্তগামী সুবিধাবাদী ফতোয়ায় মেতেছে।