ভাবের ঘর (দেহতত্ত্ব কালাম)
ভাবের ঘর
– সেখ আমির উদ্দিন
মনের ভাব বিরাজে যেথায়
সেথায় দুচোখের যাবার সাধ্য নাই
মারিফতে আছে যেটা
শরীয়তে না দেখা যায়।।
ভাবের ঘরে ভাবুক চোরা
ভাবে চলে দুনিয়া সারা
এই ভাবকে চিনলনা যারা
মানব জনম গেলো বৃথায়।।
ভাবের গাছে পুষ্প ভরা
আছে ভাব গোপনে তালা মারা
ভাব বিহনে সবাই মরা
জ্যান্ত বলে কিছুই নাই।।
চোখে যা দেখিল মানুষ
তাতেও ফিরল কই হুঁশ
আপন দোষে আপনি খামুস
তাই জীবন ভরা বেদনায়।।
অনেক দেখলি শরীয়তে
ডুবনা একবার মারীফতে
আমির উদ্দিন কয় দেখ কোরানেতে
নবীজী যান কেন হেরা গুহায়।।