চাহি পরিত্রাণ হে রহীম রহমান (আধ্যাত্মিক কালাম)

চাহি পরিত্রাণ হে রহীম রহমান (আধ্যাত্মিক কালাম)

চাহি পরিত্রাণ হে রহীম রহমান
-কায়ছার উদ্দীন মালেকী

হে খোদা তা’আলা
শান্তি দাও, মোদের ওতনে
দূর করো তুমি জালিমের শোষণে

তুমি সবি পারো গড়তে
আবার পারো সব ধ্বংস করতে

সৃষ্টির ধ্বনিতে বেজে উঠে
কত তর্জন গর্জন
সবি অসম্ভব অপূর্ব আয়োজন

রাজ্যের ধন তারা খেয়ে নিল আজ
পেছনে ফিরতে সবি হবে জিন্দা লাশ

দাবিতে রাজপথ রক্তে রঞ্জিত
স্লোগানে স্লোগানে মুখরিত শত ক্ষতবিক্ষত
নাহি শান্তি নাহি সাম্য
আছে শুধু হিংসা বিদ্বেষ আর আগুনের স্ফুলিঙ্গ

দাবি করো তুমি নারায়ণ দেবী
কাজেতে তুমি ভ্রান্ত সবি
আমি এক রামায়ণ বেদের কবি
বৌদ্ধ, মুসলমান আর খ্রিস্টান চাষী

তর্জনী তোমার দখলদারিত্বে
গন্তব্য তোমার সাম্প্রদায়িত্বে
রক্ত লাগাও কন্ঠস্বরেতে
রক্তের নহর শহর পল্লীতে

দাবি করো সাধু, যদি হও প্রভু
দেখিলে তোমায় লাগে শত কদু।

হে রহিম, রহমান
তোমার করুণা বিহনে
নাজাত দিও হে গাফ্ফার!
তোমার অনন্ত প্রেম অনলে।

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel