যতই খুঁজি তারে (দেহতত্ত্ব কালাম)

যতই খুঁজি তারে (দেহতত্ত্ব কালাম)

যতই খুঁজি তারে
– সেখ আমিরউদ্দিন

যতই খুঁজি তারে আকাশ পাতাল
তবু নাহি তারে দেখতে পাই
মুর্শিদ বিনে খোদার দিদার
বলো এ জগতে কেবা পাই?

খুঁজি যারে দিবানিশি
আপন ঘরে সে আছে বসি
আমি কানা না চিনেছি
তাই তো মোর এই দুর্দশায়।।

একজনা রই সদা ব্যস্ত
সঙ্গে তাহার দুজন ছাত্র
চলছে সংলাপ দিবারাত্র
কোন মোকামে খবর নাই।।

লতা,পাতা,বন,জঙ্গল ঘোর
গুহার ভিতর সাধু; আছে খবর
আপন খেয়ালে কাটালে প্রহর
জিন্দাকে ধরে মুর্দা খাই।।

তিন তারে হচ্ছে খবর
ছয় প্রহরী রয় বরাবর
সিঁদ কেটে ঘরে ঢুকেছে চোর
লুটপাটের আর বাকি নাই।।

কি বলিব ভেদের কথা
আমি কিছু জানিনা তা
মুর্শিদ জানে সব তত্ত্বকথা
তাঁর জানতে কিছুই বাকি নাই।।

যে করিল সৃষ্টির সেরা
ডাকিলে তারে পাইনি সাড়া
ইসমাইল শাহ দেয় ঈশারা
আমির উদ্দিন বোকা বুঝে নাই।।

মুর্শিদ বিনে খোদার দিদার
বলো এ জগতে কেবা পাই?

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel