হোমপেজ ইলমে মারেফত দেহতত্বের পাচঁ মোকাম ও মানবদেহের গোপন তথ্য।

দেহতত্বের পাচঁ মোকাম ও মানবদেহের গোপন তথ্য।

4301
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

দেহতত্বের পাচঁ মোকাম ও মানবদেহের গোপন তথ্য।

দেহতত্বে পাঁচ মোকামে পাঁচ মহামানবের অবস্তানঃ
১। মোকামে মাহমুদা = হযরত মোহাম্মদ (সঃ)।
২। সুলতানুন নাসিরা = খাজা মঈনুদ্দীন চিশতী (রঃ)।
৩। মুওয়াহেদ মোকাম = বড়পির আবদুল কাদের জিলানি ( রঃ)।
৪। মাকামে ইব্রাহিম = হযরত ইব্রাহিম (আঃ)।
৫। ওরাওল ওরা মাকাম = ইমাম হাসান ও হোসেন (আঃ)।

দেহতত্ব বেহেস্তের চার নহরঃ
১। কাওসারের পানি = স্বচ্ছ বিবেক।
২। দুধের নহর = সুখ্য জ্ঞান।
৩। মধুর নহর = খোদার সানিধ্য অনূভতি।
৪। শারাভান্তহুরা = খোদার প্রেমের নেশারুপক অর্থকে ভাবার্থে প্রকাশ।

দেহতত্বে একিন সমুহঃ
১। বেল গায়েব = কর্ণ দ্বারা।
২। এলমল = জ্ঞান দ্বারা।
৩। আইনুল = চোখের দ্বারা।
৪। হাক্বুল = বিবেক দ্বারা।
৫। হুওয়াল = মন দ্বারা।

দেহতত্ব সৃষ্টির বিবরনঃ
পুরুষের:
১ = মন থেকে চন্দ্র।
২ = চোখ থেকে সূর্য।
৩ = কর্ন থেকে বায়ু ও প্রান।
৪ = মুখ থেকে অগ্নি।
৫ = নাবি থেকে আন্তরিখ্য।
৬ = মস্তক থেকে স্বর্গ।
৭ = পদদ্বয় থেকে ভূমি।

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

দেহতত্ব লিঙ্গ ৩ প্রকার যথাঃ
১। পুং লিঙ্গ।
২। স্ত্রী লিঙ্গ।
৩। নপুংশ বা ব্রহ্ম লিঙ্গ।
-শেষের টাই প্রেমের লিঙ্গ এটাই সাধুরা বেশি ব্যাবহার করে!

দেহতত্ব মহলের বিবরনঃ
১। রং মহল = মুখমন্ডল।
২। স্বর্ণ মহল = বুক
৩। আয়না মহল = চোখ।
৪। মনি মহল = মনি মগজ!

দেহতত্ব জিকির চার প্রকার যথাঃ
১। লেছানি = মুখের।
২। পাছ আনফাছ = দমের।
৩। আয়নি = চোখের।
৪। ক্বলবি = ক্বলবের দেহতত্ব।
.
১। বোরাখ = নারী লোক।
২। রফরফ = দমের বাহন।
৩। হাজারে আসওয়াদ = স্ত্রী লিঙ্গ।
৪। সাদরাতুল মুনতাহা = কপাল দেশ।
৫। বাইতুল মামুর = পুনার্ঈমানবদেহ।
৬। জাহান্নাম = পেট থেকে নিম্ন দেশ।
.
১। আরশ = মন।
২। কুরসি = দেহ।
৩। লওহে মাহফুজ = স্মৃতি ফলক।
৪। আসমান = মাথা।
৫। জমিন = শরীর।
৬। পাহাড় = বুক।

দেহতত্ব লোকের নাম হলোঃ
১। দ্যুলোক = মাথা।
২। ভূলোক = দেহ জগত।
৩। অন্তরিখলোক = হৃদয় বা ব্যুম।

দেহতত্ব সিদ্ধর ৪ টি চাবিঃ
১। দমেহরদম।
২। নেগা বারকদম।
৩। হুশদরধম।
৪। সফর করদম।

তেহতত্ব পাকপান্জাতনঃ
১। গোসা = মা ফাতেমা।
২। সাদা পর্দা = হযরত আলী।
৩। পানি = ইমাম হাসান ও হোসেন।
৪। কুসুম = নূর নবী।
৫। মনি কুসুম = আপে আল্লাহ এগুলা।
-মাতৃ গভের্র রুপক রুপ!

দেহতত্ব দেহের চার ইমামঃ
১। জিহবা = জিব্রাইল।
২। নাক = ইস্রাফিল।
৩। কান ও চোখ = মিকাইল।
৪। মনি-মগজ = আজরাইল।

– মুহাম্মদ ইয়ার হোসাইন