হোমপেজ ইলমে মারেফত মারেফত কি এবং মারেফত শব্দের অর্থ।

মারেফত কি এবং মারেফত শব্দের অর্থ।

6573
Advertisement:
IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

মারেফত কি এবং মারেফত শব্দের অর্থ।

মারেফত শব্দের অর্থ কি?

মারেফত শব্দের বহু অর্থ! এক কথায় মারেফত শব্দের অর্থ হল আলো।

মারেফত লিখতে আরবী ৪টি হরফ লাগে।
যেমন:- (মীম+রা+ফা+তা) = মারেফাত।

মা = ‘নিজ’
রা এবং ফা = ‘এই দুইটি হরফ দিয়ে আল্লাহ চেনা জানার মাধ্যম,”তা” হরফ টি দিয়ে তৌহিদ করার নির্দেশ দিয়েছেন ।’

IPL 2024: ফ্রিতেই IPL Live Cricket খেলা দেখুন Full HD তে

নবী করিম (সাঃ) উনার পাক জবানে বলেছেন , শরীয়ত আমার বাক্য। তরীকত আমার কর্ম। হাকিকত আমার উচ্ছ্বাস। মারেফাত আমার নিগুড় রহস্য। আল্লাহ কে চিনা জানা তার পরিচয় লাভ করার নামই হল মারেফত।

আল্লাহ কে চিনতে হলে বুঝতে হলে জানতে হলে একা কার পক্ষে সম্ভব নয়। তার জন্যে প্রয়োজন এক জন জানলেওয়ালা আরেফ পর্যায়ের উচ্চ পরিষদের এক জন কামেল পীর-মুর্শিদের।

নবী করিম (সাঃ) উনার পাক জবানে বলেছেন যে শুধু শরীয়ত করে সে হল মুনাফেক আর যে শুধু মারেফত করে সে হল ফাসেক। (হাদিস কুদসি)

(শরীয়ত+মারেফত) মধ্যে আছে (তরীকত+হাকিকত) উভয়টি আমাদের পালন করতে হবে।

Source: আত্মশুদ্ধিতে মারেফত – ﻋﻠﻢ ﻣﻌﺮﻓﺔ (Facebook Group)