হোমপেজ আধ্যাত্মিক প্রশ্ন ও উত্তর গুরু এবং শিষ্যর মধ্যে কে নারী, কে পুরুষ?

গুরু এবং শিষ্যর মধ্যে কে নারী, কে পুরুষ?

2040

গুরু এবং শিষ্যর মধ্যে কে নারী, কে পুরুষ?

সুফিতত্ত্বের মূলে রয়েছে প্রেম। নারী-পুরুষ ছাড়া প্রেম হয় না। গুরু এবং শিষ্য এই দুইজনের মধ্যে কে নারী, আর কে পুরুষ?

‘আমি তোমাকে ভালোবাসি’- এই হচ্ছে পুরুষ।
‘আমি তোমার জন্য অপেক্ষা করি’- এই হচ্ছে নারী।

  • শামস রুমীকে খুঁজে, পৃথিবীর পথে পথে। রুমী অপেক্ষা করে শামসের জন্য। গুরু খুঁজে শিষ্য। – গুরু পুরুষ।
  • শিষ্য গুরুর জন্য অপেক্ষা করে। – শিষ্য নারী।

পুরুষতান্ত্রিক সমাজে নারী অবহেলিত। অর্থাৎ, অপেক্ষা, শোনার আগ্রহ, গ্রহণ করার তৃষ্ণা এখন মর্যাদাহীন। সবাই বলতে চায়- কেউ শুনতে চায় না। তাই এখন শুধু গুরুই আছে- শিষ্য নাই। সবাই বলে- ‘আমি তোমাকে ভালোবাসি’। তাই ভালোবাসা হয়েছে উধাও।

-ড. এমদাদুল হক