রুপ স্বরুপঃ
“খালাকা আদামা আলা সুরাতেহি” অর্থঃ “নিজ রুপে আদম গড়েছি।”
আমার স্বরুপটাই তার রুপ। “লা শারীকাল্লাহ” তিনি এখানেই। আমার মত দ্বিতীয় আর কেউ ছিল না, নাই আর থাকবে ও না।
“লাইছা কামিছলেহি শাইয়ুন” (আশ শুয়ারা)। অর্থঃ “আমার সদৃশ আর কেউ নাই।” তাই গুরু রুপকে অছিলা বা আয়না করে নিজ রুপ কে চিনতে হবে।
“ফা আইনামা তুওয়াল্লুউ ফাছাম্মা ওয়াজহুল্লাহ” অর্থঃ “যে দিকেই মুখ করো সে দিকেই আল্লাহর চেহারা বর্তমান।” অথচ আমরা তাকে নিরাকার বলে সদাই নিজেদেরকেই ধোকায় রাখছি।
“কুল্লুমান আলাইহা ফানেও ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বেকা জুল জালালে ওয়াল একরাম (আর রহমান)।” খোদার সুরাত ছাড়া সবকিছুই ফানা হয়ে যাবে। তাই এই অটল মোকামটা চিনে আমাদের সাধন করতে হবে। তবেই মুক্তি। নতুবা সম্ভব নয়।