ঈশ্বর তোমাদের মাঝেই লুকিয়ে আছেন

ঈশ্বর তোমাদের মাঝেই লুকিয়ে আছেন

হ্যাঁ, আমি তোমাদেরকে’ই বলছি, তোমরা সবাই ঈশ্বর। কিন্তু তোমরা তা জানোনা, কারণ তোমরা সবাই ঈশ্বরকে গগণপানে খুঁজে বেড়াও। এটি তোমাদের একটি অজ্ঞতা, এটি তোমাদের অনেক বড় একটি ভ্রম, যা কিনা খুব সহজভাবে’ই ঈশ্বরকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তোমরা সবাই ঈশ্বর এবং ঈশ্বর তোমাদের মাঝে’ই লুকিয়ে আছেন, এ কথাটি নতুন নয়, এবং এটি অসত্যও নয়, বরঞ্চ এটি সকল ধর্মের’ই আদি সত্য৷ প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি সময় আগে থেকে এটি প্রকাশ্যে বলেগেছেন অনেক মহামানবগণ।

ঈশ্বর তোমাদের ভিতরে’ই এবং সে তোমরাদের আড়ালে লুকিয়ে আছেন, তোমাদের দেহ, ঠিক তোমাদের দেহের মাঝে’ই সে লুকিয়ে আছেন৷ তোমরা তোমাদের ভিতরে লুকিয়ে থাকা ঈশ্বরকে খুঁজে মূর্তিমান্‌ করতে পারোনি, যার ফলে তোমরা ঈশ্বর হয়েও ঈশ্বর হয়ে উঠতে পারলেনা৷ তোমরা ঠিক তখন’ই ঈশ্বর হয়ে উঠবে, যখন সে ঈশ্বর রূপকে স্বরূপে মূর্তিমান্‌ করতে পারবে।

তোমরা ঈশ্বর, কিন্তু তোমরা তা নিজেদের’কে দাবি করতে পারবেনা, এর কারণ তোমাদের আসল আধিপত্য ঈশ্বর হওয়ার জন্য যে ঝুঁকি নিতে হবে, যে যুদ্ধ করতে হবে, যে সাহস নিয়ে পথ চলতে হবে, তা তোমরা পারছোনা। ঈশ্বর হওয়ার জন্য স্বচ্ছ একটি অবস্থান থাকতে হবে, কিন্তু তোমাদের মাঝে তা নেই। ঈশ্বর হওয়ার জন্য স্পষ্ট একটি দর্পন থাকা প্রয়োজন, যেখানে তোমরা তোমাদের মুখ দেখতে পাবে, কিন্তু তা তোমাদের নেই৷ দেখো, ঈশ্বর তার অস্তিত্ব থেকে আলাদা কোথাও নেই। তার অস্তিত্বের মাঝে’ই সে লুকিয়ে আছেন, কিন্তু তোমরা তা খুঁজে দেখার চেষ্টা কখনো’ই করোনি৷ এই জগতের সমস্তটা’ই ঈশ্বর, প্রাণীর অস্তিত্ব’ই ঈশ্বর।

এমন কোনো স্থান নেই যেখানে ঈশ্বর নেই, যেদিকে তাকাবে সে-দিকে’ই ঈশ্বর। তোমরা কেহ এই জগতের বাহিরে নও। তোমরাও ঈশ্বর, কিন্তু তোমরা শ্রেষ্ঠ হিসেবে যতটা নির্মল জড়তা মুক্ত ঈশ্বর স্বরূপ হওয়ার কথা ছিলো, তোমারা ততটা হতে পারোনি, তোমরা ঈশ্বর হিসেবে প্রচুর অবচেতন বা ঘুমন্ত হয়ে আছো। তোমরা যদি সজাগ হতে পারো, তোমরা যদি সেই জড়তা মুক্ত হওয়ার যুদ্ধে বিজয় অর্জন করতে পারো, তবে তোমরাও ঈশ্বর এবং সম্পূর্ণ ঈশ্বর স্বরূপ।

তোমরা ঈশ্বর স্বরূপ মানে তোমরা এ কূলের ধন্য সৃজন৷ তোমরা ঈশ্বরের জ্যান্ত মূর্তি ঈশ্বর, তোমারা ঈশ্বরের সৃজনকারী ঈশ্বর, তোমরা বিজয়ী তোমরা ঈশ্বরের মূল অস্তিত্বের সাথে মিশে একাকার, যেখানে তোমাদের উপরে থাকা “তুমি” বিনাশ হয়, সেখানে’ই তোমরা ঈশ্বর হও৷

লেখা: বুদ্ধ মুহাম্মদ কৃষ্ণ

আরো পড়ুনঃ
Sufibad24.com | WhatsApp চ্যানেল

Sufibad24.com | Telegram Channel